About us

 sorejomin.com ভার্চুয়াল জগতে কোটি কোটি ওয়েবসাইট কিংবা ব্লগের ভিড়ে ছোট্ট একটু জায়াগা দখল করে আছে।হাজার হাজার ওয়েবসাইট থেকে সঠিক তথ্য খুঁজে পেতে অনেকেরই বেগ পেতে হয়, এ জন্য সঠিক এবং তথ্য সম্বলিত লেখা খুবই প্রয়োজন আর sorejomin.com বাংলাভাষায় সহজ এবং তথ্য সম্বলিত লেখা প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত।

এক ঝাঁক অভিজ্ঞ ও মেধাবী  sorejomin.com এ লিখে যাচ্ছে প্রতিদিন যা বাংলা ভাষাভাষী মানুষের জন্য খুবই উপকারী।

sorejomin.com যেসব লেখা প্রকাশ করছে-

ইসলাম: মহান আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালিত করে। পবিত্র কুরআন এবং হাদিস হতে রেফারেন্স সহকারে sorejomin.com  ইসলাম বিষয়ক আর্টিকেল প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলা ভাষা ভাষী প্রত্যেক মুসলমানের জীবন ইসলামের আলোতে পরিচালিত হোক এমন মহান কাজে একটু হলেও অবদান রাখতে চায় sorejomin.com 

হেলথ ও ফিটনেস: মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে স্বাস্থ্য বিষয়ক লেখা প্রকাশ করার মাধ্যমে sorejomin.com  কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষের নিকট সঠিক এবং তথ্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক লেখা পৌঁছিয়ে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফ্যাশন ও লাইফস্টাইল: দিন পরিবর্তনের সাথে সাথে মানুষের লাফস্টাইলেরও পরিবর্তন হচ্ছে। নিত্য নতুন ফ্যাশন এবং লাইফস্টাইল বাংলা ভাষা ভাষী মানুষের কাছে পৌঁছিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে sorejomin.com 

বিজ্ঞান ও প্রযুক্তি: একটি বিজ্ঞানমুখী সমাজ ও দেশ প্রতিষ্ঠায় অবদান রাখতে চায় sorejomin.com এরই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরণের উপকারী এবং তথ্য সম্বলিত লেখা প্রকাশ করে যাচ্ছে sorejomin.com । দেশের যুব সমাজকে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর মধ্যে সম্পৃক্ত করতে sorejomin.com  প্রতিনিয়ত আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত লেখা প্রকাশ করে যাচ্ছে।

পড়াশুনা: দেশের শিক্ষাখাতকে মজবুত করতে একটু হলেও sorejomin.com  অবদান রাখতে চায়। তারই ধারাবাহিকতায় শিক্ষা বিষয়ক বিভিন্ন লেখা এবং ভিডিও প্রকাশ করছে sorejomin.com.

চাকুরীর খবর: হাজারো বেকার যুবকের পছন্দের খবর হল চাকুরীর খবর। বর্তমান যুগে চাকুরী যেন সোনার হরিণ, হোক সেটা সরকারী কিংবা বেসরকারী। চাকুরীর বিভিন্ন খবরা খবর প্রকাশ করছে sorejomin.com  যা চাকুরী পেতে যুব সমাজকে অনেকটাই সাহায্য করতে পারে।

সরেজমিন - একটি সম্পূর্ণ লাইফস্টাইল বিষয়ক পোর্টাল। সকল স্বাস্থ্য তথ্য, টিপস, ব্যাধি, রোগ জিজ্ঞাসা, ঔষধ, স্বাস্থ্য-কথা, চাকরি, প্রযুক্তি বিষয়ে জানতে চোখ রাখুন।এখানে উল্লেখিত বিষয় সম্পর্কে নানা তথ্য, পরামর্শ ও নতুন নতুন তথ্য সম্পর্কিত আপডেট পাবেন। নিয়মিত আপডেট পেতে sorejomin.com এর সাথেই থাকুন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.